প্রকাশিত: Thu, Jun 27, 2024 12:08 PM
আপডেট: Tue, Apr 29, 2025 2:58 AM

[১]বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ:মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] ১ জুলাই সারাদেশের মহানগর ও ৩ জুলাই সারাদেশে  জেলা সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে।  বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির যৌথসভা শেষে এই সমাবেশের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

[৩] এরআগে তিনিসহ দলের স্থায়ী কমিটির সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদ্য বিলুপ্ত কমিটির নেতারা, যুবদল, ছাত্রদল, মহিলাদল সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাদের সাথে যৌথ সভা করেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশ কর্মসূচি নেওয়া হয়। 

[৪.১] মির্জা ফখরুল বলেন, দেশনেত্রীকে সম্পূর্ণ অন্যায় ভাবে আটক রাখা হয়েছে। এটা আইন বিরোধী, দেশের সংবিধান বিরোধী। একজন সাধারণ মানুষ যদি ৫ বছরের সাজা হয়ে যায় তিনি সাথে সাথে জামিন পেয়ে যায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের দলের মধ্যে অনেকেই আছেন যাদের ১৩ বছর ১৪ বছর সাজা হয়েছে। 

[৪.২]তাদেরকে জামিন দেওয়া হয়েছে। সাজা হওয়ার পরে আওয়ামী লীগের প্রায় প্রত্যেক নেতাকে মুক্ত করে দেওয়া হয়েছে। মন্ত্রীত্ব পেয়েছেন, এমপির নমিনেশন পেয়েছেন।  তাহলে শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ব্যাপারে তারা এই আইন বা বিধানকে প্রয়োগ করার চেষ্টা করছেন। 

[৫] বিএনপি মহাসচিব বলেন, এই ধরনের বিধানও কিন্তু নেই। আপনি জামিন নিতে পারবেন না একেবারেই এই ধরনের বিধান নেই। এটা তার প্রাপ্য এটা তার সাংবিধানিক অধিকার। এখনো কিন্তু তার মামলা সুপ্রিম কোটে যায়নি। এখনো পেন্ডিং আছে।

[৬] তিনি বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে কারাগারে আটক রাখা হয়েছে। এটা সম্পূর্ণ ভাবে বেআইনী। কারা কারা জামিন পেতে পারে বয়স্ক মহিলা, অসুস্থ মানুষ সবাই জামিন যোগ্য যত বড় মামলায় হোক। সম্পাদনা: কামরুজ্জামান